শুক্রবার   এপ্রিল ৪ ২০২৫   ২১  চৈত্র  ১৪৩১


গোপালপুরে ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন

Mostafizur Rahman

Updated 25-Mar-26 /   |   গোপালপুর (টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধি   Read : 39

গোপালপুরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

মোস্তাফিজুর রহমান  গোপালপুর (টাঙ্গাইল)  সংবাদদাতা ঃ

টাঙ্গাইলের গোপালপুরে যথাযথ মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে, সকালে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণ ও সকল শহীদদের প্রতি মাগফিরাত কামনায় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, থানা অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা বিএনপি সহ-সভাপতি মো. শাহজাহান ভিপি, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা জামাতের আমির অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারিয়া জাহান মুন।