বান্দরবানে সিজন ফোর কর্তৃক আয়োজিত স্বর্গীয় প্রদীপ পাঞ্জি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫এরউদ্বোধন ।
আজ ২৮ মার্চ শুক্রবার সকাল দশ ঘটিকার সময় রবিন ত্রিপুরার সভাপতিত্বে স্বর্গীয় প্রদীপ পাঞ্জি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য রাজুময় তংচংগ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: পর্তুস পাল ত্রিপুরা, টুর্নামেন্ট আয়োজন কমিটির সদস্য অমৃত ত্রিপুরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন স্বর্গীয় প্রদীপ পাঞ্জি স্মৃতির স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। এই টুর্নামেন্ট প্রতি বছরের ন্যায় চতুর্থ বারের মতো এই আয়োজন। তিনি খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন সবাই একই এলাকার একে অপরের পরিচিত, যাতে কোন ধরনের অপ্রীতিকর গঠনা না ঘটে সুস্থভাবে খেলা পরিচালনার জন্য আহ্বান করেন। পরিশেষে তিনি উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন এই টুর্নামেন্টে বান্দরবানের ৭টি উপজেলা থেকে টিম অংশ গ্রহন করেছেন। এবং জেলার বাহিরেরো অনেক টিম অংশ গ্রহণ করেছেন। উক্ত খেলাটি যাতে সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন সকলের কাছে সহযোগিতা কামনা করেন। আজকের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, ঠান্ডার বুলস ( বান্দরবান ) বনাম চ্যাম্পিয়ন ওয়ারিয়রস ( বান্দরবান )।