'জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে'
এই স্লোগানে এই প্রতিপাদ্যকে সামনে রেখে
শরণখোলায় মঙ্গলবার সকালে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ ।
উপজেলা মৎস্য বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল। বিশেষ অতিথি ছিলেন, মৎস্য বিভাগের খুলনা বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক মনিরুল মামুন, বাগেরহাট জেলা সহকারী পরিচালক রাজ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ,
এ সময় আরো বক্তব্য রাখেন বাগেরহাট জেলা মৎস্য দলের সভাপতি দুলাল ফরাজী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন।
অনুষ্ঠানে কোষ্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে একটি র্যালী উপজেলা পরিষদ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।