সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


নিপুন রায় সহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে কুয়েত বিএনপির প্রতিবাদ সভাঃ

Admin user

Updated 23-May-31 /   |   Admin   Read : 186
প্রতিবাদ সভা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী সহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী  দল বিএনপি কুয়েত শাখা, কুয়েত সিটির রাজধানী হোটেলে এক প্রতিবাদ সভা আয়োজন করে। কুয়েত বিএনপির সভাপতি জনাব মাহফুজুর রহমান মাহফুজ এর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তাফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। খন্দকার আবু আশফাক তার বক্তব্যে সরকারের দমন পীড়নের নানা দিক তুলে ধরেন এবং নেতাকর্মীদের আশ্বস্ত করেন সরকারের পতন অনিবার্য। ধৈর্য সহকারে সরকারের দমননীতি মোকাবিলা করার আহ্বান জানান । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সহসভাপতি জনাব আল আমিন চৌধুরী স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শামছ, সিনিয়র নেতা সৈয়দ নওশাদ, নাছির উদ্দিন হাওলাদার, আনিসুল হক উল্কা, জায়েদুর রহমান জায়েদ, মোহাম্মদ আলী তালুকদার, আলতাফ হোসেন , জামান ফারুক, মোর্শেদ আলম, লায়ন জালাল তালুকদার মহন, সৈয়দ আরিফুল ইসলাম রাসেল, ইসরাফিল ভূইয়া, আমিনুল ইসলাম মিন্টু, নূর উদ্দিন, ডাক্তার জাকির, ইমন খান, নাছির উদ্দিন, আবু সালেহ, নূরুল আলম রুবেল সহ বিভিন্ন প্রদেশ কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
বক্তারা নিপুন রায় চৌধুরী সহ কেন্দ্রীয় নেতাদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ।