সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কুয়েতে অনুষ্ঠিত হলো তারুণ্যের সমাবেশ ।

Admin user

Updated 23-Jun-23 /   |   Admin   Read : 138
তারুণ্যের সমাবেশ


ভোটাধিকার পুনরুদ্ধার, বাক স্বাধীনতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং মেধাভিত্তিক কর্মসংস্থান এর দাবীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত দেশ বাঁচাতে "তারুণ্যের সমাবেশ" করে কুয়েত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ । কুয়েতে অবস্থিত ছেবদী অঞ্চলে একটি রিসোর্টে রাত নয়টা থেকে শুরু হওয়া তারুণ্যের সমাবেশে বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত হয়।
যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান সবুজ ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সভাপতি ও কুয়েত যুবদলের সাবেক সভাপতি জনাব মাহফুজুর রহমান মাহফুজ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্য প্রাচ্য যুবদলের সাংগঠনিক সমন্বয়ক জনাব হারুন অর রশিদ হিরো। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সহসভাপতি ও নির্বাচন কমিশনার জনাব আল আমিন চৌধুরী স্বপন, সাংগঠনিক সম্পাদক জনাব শেখ মোস্তাফা কামাল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মনির আহম্মেদ, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম কুয়েত এর সভাপতি ও আহব্বায়ক কমিটির সাবেক সদস্য  সৈয়দ নওশাদ, সাবেক ছাত্র নেতা কুয়েত বিএনপির সিনিয়র নেতা জনাব হান্নান মজুমদার, কুয়েত যুবদলের সাবেক সহসভাপতি ও খালেদা জিয়া মুক্তি পরিষদ কুয়েত শাখার সভাপতি জনাব নাছির উদ্দিন হাওলাদার, বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত এর সভাপতি ও আহব্বায়ক কমিটির সাবেক সদস্য জনাব জায়েদুর রহমান জায়েদ। 
আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম কুয়েত এর সভাপতি জনাব আনোয়ার মৃধা, কুয়েত যুবদলের সাবেক সহসভাপতি জনাব আনিছুল হক উল্কা, জনাব  মোহাম্মদ আলী তালুকদার, জনাব  লায়ন জালাল তালুকদার মহন, জিয়া পরিষদ কুয়েত এর সভাপতি জনাব রফিকুল ইসলাম, প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম কুয়েত এর সভাপতি জনাব  মাঈন উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাওয়ালী প্রদেশ  বিএনপির যুগ্ম আহ্বায়ক জামান ফারুক, ফরওয়ানিয়া প্রদেশ যুবদলের সভাপতি জনাব রেদওয়ান, আল জাহারা প্রদেশ যুবদলের সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক  আমিনুল ইসলাম মিন্টু, যুবদল নেতা ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব জনাব  আবু ছালেহ, আল জাহারা মহানগর যুবদলের সভাপতি জনাব মনির হোসেন, ফরওয়ানিয়া প্রদেশ যুবদলের সাধারণ নাছির উদ্দিন 
বক্তব্য রাখেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের স্থানীয় সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ।

প্রধান বক্তা হারুন অর রশিদ হিরো তার বক্তব্যে বলেন কুয়েতে তারুণ্যের সমাবেশ বিদেশের মাটিতে প্রথম অনুষ্ঠিত হলো যা প্রসংসার দাবিদার, যুবদল কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না'র পক্ষ থেকে ধন্যবাদ জানান আয়োজকদের ।

সরকারের অনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে, বিশেষ করে দ্রব্যমূল্যের উর্ধগতি, বিদ্যুত সমস্যা, সরকারি দলের নেতাদের অর্থপাচার, সর্বব্যাপী দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন বক্তারা ।