শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


বান্দরবানে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (মহিলা) বিশেষ ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে:

Romjan Ali

Updated 25-Jun-19 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 91
বান্দরবানে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (মহিলা) বিশেষ ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে:

 

 বান্দরবান প্রতিনিধি

অদ্য ১৯/০৬/২০২৫(বৃহস্পতিবার) বান্দরবান পৌরসভাস্থ সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনিস্টিউট বান্দরবানে ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (মহিলা) বিশেষ ধাপ ৪র্থ কার্যদিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার। 
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনির বান্দরবান সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা লাকী বড়ুয়া, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক কেশব কান্তি দাশ, উপজেলা সহকারি কোম্পানি কমান্ডার রিদোয়ান হোসেন, ৬নং ওয়ার্ড দলনেতা আনোয়ার হোসেন, ভিডিপি সদস্য জমির উদ্দিন।  

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদেরকে একজন স্বেচ্ছাসেবী সদস্য হিসেবে সামাজিক নিরাপত্তায় ভূমিকা পালন করার বিষয়ে উৎসাহ প্রদান করেন। এছাড়া বাল্যবিবাহ, গুজব, কিশোর গ্যাং, সামাজিক যোগাযোগ মাধ্যমর অপব্যবহার রোধ ইত্যাদি বিষয়ে প্রধান অতিথি অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন।

উক্ত প্রশিক্ষণ অদ্য ১৬ জুন থেকে শুরু হয়ে ২৫ জুন ২০২৫ ইং তারিখ পর্যন্ত চলবে। 
উক্ত প্রশিক্ষণে বান্দরবান সদর উপজেলা ও পৌরসভার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের ৬৪ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।