শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


চট্টগ্রাম আনোয়ারা থানার ওসি পরিচয় কল দিয়ে গাড়ী পাঠিয়ে ফ্রীজ টিভি ও ফ্যান নিয়ে উধাও প্রতারক

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Jun-28 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 174
ছবি

হোয়াটসঅ্যাপে ওসির ছবি, দুই দোকান থেকে টিভি-ফ্রিজ ও ফ্যান  নিয়ে উধাও প্রতারক চক্র চক্রের সদস্য,

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে দুইটি ইলেকট্রনিকসের দোকান থেকে প্রতারণার মাধ্যমে ফ্রিজ, টিভি ও ফ্যান নিয়ে উধাও এক প্রতারক চক্র। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দোকানদাররা।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে আনোয়ারা থানার ওসি মোঃমনির হোসেনের নাম ব্যবহার করে বটতলী শাহ আমানত ইলেকট্রনিক্সের মালিক মোঃইব্রাহিম ও পশ্চিম বৈয়াগ এলাকার আল-মদিনা ইলেকট্রনিক্সের পরিচালক মোঃজিয়াউল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে এক প্রতারক। তিনি নিজেকে থানার ওসি পরিচয় দিয়ে জানান, কিছু ইলেকট্রনিক পণ্য কেনার প্রয়োজন রয়েছে  স্মার্ট টিভি, ফ্রিজ ও সিলিং ফ্যান।

প্রতারক বলেন, টাকা বিকাশে পাঠানো হবে বা থানার কোনো অফিসার এসে দিয়ে যাবে। বিশ্বাস অর্জনে হোয়াটসঅ্যাপে ওসির ছবি সংযুক্ত নম্বর ব্যবহার করে কথোপকথন চালানো হয়। এরপর পরদিন শুক্রবার (২৭ জুন) রাতেই একটি ট্রাক পাঠিয়ে দোকান থেকে মালামাল সংগ্রহ করা হয়।

তবে মাল পৌঁছে দেওয়ার পর প্রতারকের নম্বরে আর যোগাযোগ সম্ভব হয়নি। নম্বর বন্ধ পেলে বিষয়টি বুঝতে পারেন ব্যবসায়ীরা। পরে শনিবার (২৮ জুন) আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা।