- হোম
- Sylhet Gastroliver Madical উপশহর এ-ব্লক এবিসি পয়েন্ট সিলেটে সুনামধন্য অত্যাধুনিক গ্যাসট্রোলিভার হাসপাতাল আজ ৪/৭/২০২৫ ইং তারিখে শুভ উদ্বোধন করা হয়েছে এখানে উপস্থিত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ও আস পাশ মেডিকেলের ডাঃ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই হাসপাতালের সকল পরীক্ষা নিরীক্ষার উপর থাকছে বিষেস ডিসকাউন্ট আরো অন্যান্য সুযোগ সুবিধা
Sylhet Gastroliver Madical উপশহর এ-ব্লক এবিসি পয়েন্ট সিলেটে সুনামধন্য অত্যাধুনিক গ্যাসট্রোলিভার হাসপাতাল আজ ৪/৭/২০২৫ ইং তারিখে শুভ উদ্বোধন করা হয়েছে এখানে উপস্থিত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ও আস পাশ মেডিকেলের ডাঃ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই হাসপাতালের সকল পরীক্ষা নিরীক্ষার উপর থাকছে বিষেস ডিসকাউন্ট আরো অন্যান্য সুযোগ সুবিধা
আপনার প্রতিষ্ঠানের বিশ্বব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিন
-
-
-
-
-
-
ফকির লালন শাহ ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব- ভক্ত, সাধক আর শিল্পীদের মিলনমেলা। আজ ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে উৎসব। আখড়াবাড়িতে দিনভর ভাবগীতির সুর, আলাপ, দর্শনচর্চা আর মাটির গন্ধে ভরে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ গাইবেন সারাদেশ থেকে আগত বাউল- ফকিরগণ। কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজিত হবে লালন উৎসব। উৎসবে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, লালন ব্যান্ড, নীরব এন্ড বাউলস, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেক শিল্পী ও গানের দল। কালজয়ী মহাসাধক লালনের বাণী আর সুরের গহীনে ডুব দিতে চাইলে চলে আসুন কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন ধামে বা যুক্ত হতে পারেন ঢাকার আয়োজনে। niralatv Sylhet reporter
-
-