শুক্রবার   অক্টোবর ২৪ ২০২৫   ৯  কার্তিক  ১৪৩২


বান্দরবানে সড়কে দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

Diponkor Mallik

Updated 25-Aug-27 /   |   Sadar Representative   Read : 127


 

বান্দরবানে সড়ক দুর্ঘটনা রোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গত মঙ্গলবার সদর ‍উপজেলা চত্বর এবং এর আশপাশ এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি। সারা দেশের মতো বান্দরবানেও নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশার দৌরাত্ম্য বেড়েই চলেছে। এসব সিএনজি প্রায়ই নানা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িয়ে পড়ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। যার অধিকাংশ অবৈধ, নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা। এতে বেড়েছে ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ। যদিও সড়ক পরিবহন আইনে বলা হয়েছে, গাড়ি রেজিস্ট্রেশন প্রদান ছাড়া সড়কে চলাচল করা বেআইনি ও  আইনের পরিপন্থি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বান্দরবানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সড়কে নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা, ফিটনেস বিহীন চলাচলকারী গাড়ি, ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালকদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় জরিমানা আদায় করা হয়।

২৬ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ এবং ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বান্দরবান সার্কেল এবং পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সংশ্লিষ্টরা জানিয়েছে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।