বান্দরবানের রেড ক্রিসেন্ট সোসাইটির গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচন চেয়ে নবগঠিত এডহক কমিটির থেকে ২ সদস্য পদত্যাগ করেছেন। এছাড়াও কমিটিতে থাকা আরো কয়েকজন সদস্য পদত্যাগ করার গুঞ্জন শোনা গেছে।
৭ সেপ্টেম্বর রবিবার বেলা বারোটায় রেড ক্রিসেন্ট সোসাইটি এডহক কমিটির সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই কাছে পদত্যাগপত্র জমা দেন।
তারা হলেন- রেড ক্রিসেন্ট সোসাইটি নবগঠিত এডহক কমিটি বান্দরবান ইউনিটে ভাইস চেয়ারম্যান মো. মুজিবুর রশ্মিদ ও সদস্য উম্মে কুলসুম সুলতানা লীনা।
খোঁজ নিয়ে জানা গেছে, গেল ৩১ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কার্যক্রম গতিশীল করা লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কিন্তু এই এডহক কমিটি গঠন করতে কারো কাছ থেকে কোনো মতামত নেয়া হয়নি বলে অভিযোগ ওঠে। ফলে এই নবগঠিত কমিটির বাতিল চেয়ে সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে কমিটির গঠন করার আহ্বাব জানানো হয়।
এডহক কমিটির ভাইস চেয়ারম্যান ও সদস্য মো. মুজিবুর রশ্মিদ ও উম্মে কুলসুম সুলতানা লীনা অভিযোগ করে বলেন, গত ৩১ আগস্ট রেড ক্রিসেন্ট সোসাইটি এডহক কমিটির গঠন করা হয়েছে আমরা সেটি মানি না। ফ্যাসিবাদের আমলে যারা আজীবন সদস্য ছিল তাদের মতন পূণরায় কাউকে না জানিয়ে রাতের আধারে এই কমিটি গঠন করা হয়েছে। আমরা চাই সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে কমিটিতে আসুক।
এবিষয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতি থানজামা লুসাই বলেন, পদাধিকার বলে এই কমিটিতে আমাকে সভাপতি করা হয়েছে। অথচ আমি নিজেও জানি না এই কমিটি কে বা কারা গঠন করেছেন। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হোক।
তিনি আরো বলেন, আমি ইতিমধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। শিগগিরই এবিষয়ে উভয় আলোচনা মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।