চট্টগ্রামের পটিয়ায় পুলিশের হাত থেকে পালানোর পরদিনই ছিনতাইকারী মোহাম্মদ ফাহিমের বিরুদ্ধে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে।
খুনের শিকার যুবকের নাম মোহাম্মদ মামুন। বৃহস্পতিবার রাতে তার বাড়ির কাছেই প্রবাসী মামুনকে ঘর থেকে ডেকে নিয়ে খুন করা হয়। স্থানীয়রা জানান, বুধবার ছিনতাইকারী ফাহিম এক মুরগী ব্যবসায়ীকে মুন্সেফ বাজার এলাকা থেকে তুলে নিয়ে আসে। সন্ধ্যায় পুলিশ তাকে ধরতে গেলে প্রবাসী মামুন ছিনতাইকারী ফাহিমের ঘর দেখিয়ে দেয়। সে সময় পুলিশের হাত থেকে ফাহিমের মা ফাহিমকে ছিনিয়ে নেয়। পুলিশকে ঘর দেখিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে ঘর থেকে বের করে নিয়ে এসে চুরি দিয়ে মামুনকে খুন করে ফাহিম।নিহত মামুন দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল বশরের ছেলে। খুনি ফাহিম একই এলাকার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে। নিহত মামুন গত দেড় বছর আগে বিয়ে করেন। তার ৭ মাসের একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরে আসেন। বুধবার সকালে ফাহিম গ্যাং মুন্সেফ বাজার থেকে এক মুরগী ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। সেই ঘটনায় পুলিশ সন্ধ্যায় ফাহিমকে ধরতে তার এলাকায় গেলে পুলিশকে সহযোগিতা করে মামুন। সে ফাহিমের বাড়ি দেখিয়ে দেয়। এ কারণে বৃহস্পতিবার মামুনকে খুন করে ফাহিম।
পটিয়া থানার (ওসি) নুরুজ্জামান জানান, ফাহিম পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।