শুক্রবার   অক্টোবর ২৪ ২০২৫   ৯  কার্তিক  ১৪৩২


আন্তর্জাতিক গনতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর ২০২৫ উপলক্ষে পোস্টার অঙ্কন এবং ছড়িয়ে দেওয়া হলো সারা বিশ্বজুড়ে ইয়ুথদের কথাগুলো। এবারের প্রতিপাদ্য ছিলো "Achieving Gender Equality:Action by Action"

Romjan Ali

Updated 25-Sep-20 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 143
আন্তর্জাতিক গনতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর ২০২৫ উপলক্ষে পোস্টার অঙ্কন এবং ছড়িয়ে দেওয়া হলো সারা বিশ্বজুড়ে ইয়ুথদের কথাগুলো। এবারের প্রতিপাদ্য ছিলো "Achieving Gender Equality:Action by Action"


বান্দরবান প্রতিনিধি 

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতিসংঘ কর্তৃক ২০০৭ সাল থেকে সদস্যভূক্ত দেশগুলোতে গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করার জন্য প্রচলিত একটি বিশেষ দিন, যা প্রতি বছর '১৫ সেপ্টেম্বর' তারিখে পালিত হয়।
আমরা চাই একটি গনতান্ত্রিক দেশ আর "গনতন্ত্রের মূলমন্ত্র__মানবাধিকার, সমতা ও স্বাধীনতার নিশ্চয়তা।" 
"গণতন্ত্র কেবল ভোট নয়,এটি জনগণের অধিকার ও কণ্ঠস্বরের সুরক্ষা।" 
আমরা বিশ্বাস করি, গনতন্ত্র টিকে থাকে তখনই, যখন প্রতিটি নাগরিক তার দায়িত্ব ও কর্তব্য পালন করে।স্বাধীনতা ও গনতন্ত্র একে অপরের পরিপূরক __একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ।গনতন্ত্র মানে ভিন্নমতকে সম্মান করা, দমন নয়।বিভিন্ন কথা ছড়িয়ে দেওয়া হলো আরবান ফায়ার কমিউনিটি ভলান্টিয়ারদের মাধ্যমে(এফএসসিডি) যেটা নিয়ন্ত্রিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর তত্বাবধানে। পরিচালনায় ছিলো আরবান কমিউনিটি ভলান্টিয়ার চীফ (বান্দরবান) মোসা রুমানা আক্তার।আরবান কমিউনিটি ভলান্টিয়ার চীফ(বান্দরবান) মোসা রুমানা আক্তার বলেন, আমরা চাই দুর্নীতি, অন্যায় বৈষম্যহীন একটি রাষ্ট্র যেখানে সমতা ও গনতান্ত্রিক ভিত্তিকে একটি দেশের নীতিনির্ধারণী সকল কাজ করা হবে, যেখানে জনগণই হচ্ছে সকল শক্তির মূখ্য নিয়ামক।
আমরা চাই যারাই রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পান না কেনো তারা নৈতিকভাবে মানুষের কল্যানে কাজ করবে। আমাদের তরুনদের হাত ধরেই, প্রবীনদের নির্দেশনায় এগিয়ে যাবে নতুন বাংলাদেশ।

অসংখ্য ধন্যবাদ অংশগ্রহণকারী সকল অদম্য সাহসী তরুন স্বেচ্ছাসেবী এবং শিক্ষার্থীদের।