শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


চট্টগ্রাম পটিয়া প্রবাসী মামুনের খুনী ৪ নং আসামী আইয়ুব আলী( বুইন্যা) গ্রাফতার

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Sep-21 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 205
ছবি
ছবি

চট্টগ্রামের পটিয়ায় প্রবাসী মামুন খুনের ঘটনায় আইয়ুব আলী (বুইন্যা) (৫০) গ্রেফতার হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করে পটিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃত আইয়ুব আলী উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ডেঙ্গাপাড়া দরগাহভিটা এলাকার মৃত ছৈয়দ মেম্বারের ছেলে।  প্রধান আসামি ছাত্রলীগ নেতা ফাহিমের বাবা।পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, মামুন হত্যা মামলার ৪নং আসামি আইয়ুব আলী বুলুকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর আছে।এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা ফাহিম ধারালো ছুরি দিয়ে মামুনকে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মামুন মৃত্যু বরণ করে ।নিহত মামুন দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া এলাকার আবুল বশরের ছেলে। মৃত্যুকালে মামুনের এক স্ত্রী ও সাঁত মাস বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন।হত্যার পরদিন মামুনের স্ত্রী আখি আক্তার বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফাহিমকে প্রধান আসামি, তার চাচাতো ভাই রানাকে ২নং আসামি, ভাই ফারহানকে ৩নং আসামি এবং বাবা আইয়ুব আলীকে ৪নং আসামি করা হয়। এছাড়া আরও ৩–৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়।মামলা দায়েরের পরপরই পটিয়া থানা পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে।এলাকাবাসীর অভিযোগ, ফাহিম দীর্ঘদিন ধরে সন্ত্রাস, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকলেও প্রভাবশালী হওয়ায় সবসময় আইনের বাইরে থেকে গেছেন।উল্লেখ্য, মামুন হত্যার আগের দিন একই এলাকায় এক মুরগী  ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা হয় ফাহিমের বিরুদ্ধে খুনী পলাতক ।