সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


পটিয়া পৌরসভার ডাম্পিং স্টেশন নির্মানে এলাকার বাসিন্দারা বন্ধের দাবি জানিয়েছে

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Oct-24 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 45
গণস্বাক্ষরতা
গণস্বাক্ষরতা

পটিয়ায় জনবসতি এলাকায় পৌরসভার ডাম্পিং ষ্টেশন নির্মাণ অপচেষ্টার বন্ধের দাবি, পটিয়া চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার ভাটিখাইন বাইপাস এলাকায় জনগুরুত্বপূর্ণ ও ঘনবসতি স্থানে পটিয়া পৌরসভার ডাম্পিং ষ্টেশন নির্মাণ করে ময়লা আবর্জনা ফেলার উদ্যোগ গ্রহণ করায় বিক্ষুদ্ধ হয়েছে এলাকার লোকজন।

গতকাল বুধবার প্রায় অর্ধ শতাধিক লোকের স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রেরণ করেছে এলাকাবাসী। অবিলম্বে পৌরসভার এসিদ্ধান্তকে বাতিল করে গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ স্থানে ডাম্পিং ষ্টেশন নির্মাণ না করার দাবী জানিয়েছে।

এলাকার লোকজন জানান উক্ত স্থানে ভাটিখাইন মির্জা আলী লেদু শাহ্্ দাখিল মাদ্রাসার প্রবেশ মুখ, মসজিদ, মাজার, কবরস্থান ও মন্দির রয়েছে। আশ পাশের এলাকায় প্রায় ৫ হাজার লোক বসবাস করে। এছাড়া প্রতিদিন বাইপাস সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাতায়াত করে। মহাসড়কের উপর এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও মাদ্রাসা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় ময়লা-আবর্জনার দুর্গন্ধে যানবাহনের যাত্রীসহ মাদ্রাসা, মসজিদ, মাজার, মন্দির ও এলাকার লোকজনের মারাত্মক ক্ষতিসাধন হবে। তাই উক্ত স্থানে ডাম্পিং ষ্টেশন নির্মাণ বন্ধের জন্য প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে। 

এব্যাপারে এলাকার সমাজ সেবক এডভোকেট
প্রকাশ চক্রবর্তী, আশরাফুল ইসলাম তাইফু, কাজী নিজাম উদ্দিন জানান, পটিয়া উপজেলার ভাটিখাইন বাইপাস এলাকায় জনগুরুত্বপূর্ণ ও ঘনবসতি স্থানে পটিয়া পৌরসভার ডাম্পিং ষ্টেশন নির্মাণ করে ময়লা আবর্জনা ফেলার উদ্যোগ গ্রহণ করায় বিক্ষুদ্ধ হয়েছে এলাকার লোকজন। বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষ জনগণের স্বার্থে অন্য জায়গায় ডাম্পিং স্টেশন করার দাবি জানান।