নওগাঁয় মাহিন্দ্রা ট্রাক্টরের মেগা ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিধিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিন ব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও উদযাপিত হয়। বুধবার সদর উপজেলার গোয়ালী বাজারের শিকারপুর মাঠে এই মেগা সার্ভিস ক্যাম্পে সকল মাহিন্দ্রা পুরাতন ট্রাক্টর সার্ভিস করানো হয়। পাশাপাশি ট্রাক্টর মালিক ও চালকদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রানকন এগ্রো মেশিনারীজ লিমিটেড এর সিও মোনায়েম শাহরীয়ার, মাহিন্দ্রার কান্ট্রি ম্যানেজার (সার্ভিস) মো. আসিফ, আবু আল ইমরান, জেড এম মানিরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার শেখ রিয়াদুল ইসলাম, সার্ভিস কো-অর্ডিনেটর মিজানুর রহমানসহ মাহিন্দ্রা ট্রাক্টরের ডিলার, অফিসার, ইঞ্জিনিয়ার ও মেকানিকবৃন্দ।
মেগা ফ্রি সার্ভিস ক্যাম্পে যন্ত্রাংশের উপর ১০ শতাংশ এবং মবিল ও গিয়ার অয়েলের উপর ৫ শতাংশ ডিসকাউন্ট প্রদান করা হয়। সার্ভিস ক্যাম্পে ১০টি ট্রাক্ট্রর ডেলিভারী এবং ৪টি ট্রাক্টর বুকিং হয়।