সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


নওগাঁর মান্দায় পৃথক পৃথক স্থান থেকে দুইটি লাশ উদ্ধার

মোঃ আরাফাত আলী

Updated 24-Nov-21 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 47

নওগাঁয় আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ এবং একটি পুকুরের পাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার (২১নভেম্বর) উপজেলার লক্ষ্মীরামপুর এলাকায় নদীতে ভাসমান যুবকের লাশ এবং নওগাঁ-রাজশাহী মহাসড়কের শাহপুকুর এলাকার একটি পুকুরের পাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম শফিকুল ইসলাম বাবু (৩২)। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার আড়পাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। অন্যদিকে নিহত বৃদ্ধ রতন চন্দ্র মোদক (৬৩) মান্দা উপজেলার কালিগ্রাম এলাকার বাসিন্দা।

নিহত যুবক শফিকুল ইসলাম বাবুর মা শেফালি বেগম মোবাইল ফোনে জানান, ‘আমার ছেলে ঢাকার গাবতলী এলাকায় একটি পোষাক কারখানায় কাজ করে। গত সোমবার শশুর বাড়ি পাবনা যাওয়ার কথা বলেছিলো। গত দুইদিন ধরে তার মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। আজ বৃহস্পতিবার মান্দা থানা পুলিশের মাধ্যমে আমার ছেলের লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারি।’ অন্যদিকে নিহত বৃদ্ধ রতন মোদকের নাতি বাঁধন কুমার মোদক জানায়, ‘আমার দাদু ১৫ দিন ধরে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে মান্দা থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুকুরের পাড়ে তার লাশ পাওয়া যায়।’

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, 'উদ্ধার হওয়া লাশ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের কাছে পাওয়া মোবাইলফোনের সূত্র ধরে তার নাম ও পরিচয় সনাক্ত করা হয়েছে। এসব বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।'