রাজশাহী: প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে রাজশাহীতে আলেম-ওলামা ও তাওহীদি জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার সকালে নগরীর জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসের সামনে এসে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বিক্ষোভকারীরা প্রথম আলোর বিলবোর্ড ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
এরপর বিক্ষোভ মিছিলটি আলুপট্টি এলাকায় গিয়ে একটি বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে, কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রথম আলো ও ডেইলি স্টার দীর্ঘদিন ধরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত। এ কারণে দেশপ্রেমিক জনগণ তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতার সঙ্গে কাজ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।