শনিবার   অক্টোবর ২৫ ২০২৫   ১০  কার্তিক  ১৪৩২


রানীনগরে বাবা মেয়ের ট্রেনে কাটা পরে আত্মহত্যা

মোঃ আরাফাত আলী

Updated 24-Dec-02 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 169

নওগাঁর রানীনগর উপজেলার চকের পুল নামক স্থানে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। 

সোমবার (২রা নভেম্বর) সকাল ৯টার দিকে বরেন্দ্র এক্সপ্রেসে কাটা পরে নিহত হয় বাবা মেয়ে। নিহতরা হলেন দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে কুরবান(৪৫) এবং ইসমাইলের মেয়ে কুহেলী(০৭)।

ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। স্থানীয়সূত্রে জানা যায় কুরবান একজন বাক প্রতিবন্ধী। তার স্ত্রী কিছুদিন আগে তার সংসার ছেড়ে চলে যায়। এরপর থেকে সংসারে অশান্তি লেগেই ছিলো। আজ সকালে মেয়ে কুহেলীকে নিয়ে কুরবান আলী বাসা থেকে বের হয়। এবং সকাল ৯টার দিকে খবর পাওয়া যায় বরেন্দ্র এক্সপ্রেসে কাটা পরে বাবা মেয়ে মারা গেছেন। এরপর স্থানীয়রা এসে শনাক্ত করেন ট্রেনে কাটা পরে মারা যাওয়া ব্যক্তি কুরবান এবং তার মেয়ে কুহেলী।

সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কাটা পরা লাশ উদ্ধার করে। এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।