বৃহস্পতিবার   এপ্রিল ৩ ২০২৫   ২০  চৈত্র  ১৪৩১


জনসাধারণ কে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে সিভিল সার্জেনের নির্দেশ

Mohammad Obaidullah Chowdhury

Updated 24-Dec-09 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 142
ছবি
ছবি

চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিকদের সাথে এক মতবিনিময় সভা ৯ ডিসেম্বর’ ২০২৪ সকাল ১০ টায় বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা: এ, কে, এম, ফজলুল হক এর সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক অথবা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণভ্যূত্থানের আহত ও নিহতদের অবদানের কথা স্মৃতিচারণ করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টহগ্রাম জেলার সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন “জনসাধারণকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধ পরিকর। তাই সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসাপাতালের সেবার মান বৃদ্ধি, সেবাপ্রাপ্তি সহজীকরণ, নিরাপদ ও টেকসই কর্ম পরিবেশ সৃষ্টি তথা জনসাধারণকে উন্নতর সেবা প্রদান নিশ্চিত করা বাধ্যতামূলক। কর্মরত চিকিৎসকসহ সকল স্তরে কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সহিত সেবা প্রদানের নির্দেশনা প্রদানের জন্য মালিক কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

এছাড়াও হাসপাতালের প্রবেশপথ, বহিরাঙ্গন, আউটডোর ও ইনডোর সহ ওয়ার্ড এবং শৌচাগার ইত্যাদিতে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি জন্য এবং ডেঙ্গু রোগীদের প্রটোকল অনুযায়ী চিকিৎসা সেবা প্রদানের গুরুত্ব আরোপ করেন”।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেভরণ ক্লিনিক্যাল ল্যাবের মো: আবদুল মোকালিব, হাসপাতাল ক্লিনিক মালিক সমিতির সহ-সভাপতি ডা: এ, টি, এম রেজাউল করিম প্রমূখ।