টাঙ্গাইলের গোপালপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে জাসাস উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শুক্রবার দুপুরে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে সূতী ভি.এম.পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
গোপালপুর উপজেলা জাসাস সভাপতি শাহানুর আহম্মেদ সোহাগের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স, নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিছলু, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার, উপজেলা জাসাসের সদস্য সচিব খন্দকার শরিফ ও পৌর শাখার আহবায়ক আমিনুল ইসলাম প্রমূখ।
এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মী ও জাসার এর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।