নিজস্ব প্রতিবেদকঃ আজ ১১ ই ডিসেম্বর। এই দিনে মুক্তিকামী বাঙালীর তখনও অজানা ছিলো বিজয়ের দরগরায় দাঁড়িয়ে। কিন্তু সকলেই নিশ্চিৎ যে, মুক্তিবাহিনীর যৌথ চেষ্টায় তখনও ভূলুন্ঠিত পাক হানাদারের দল।
পাক হানাদারদের আর লুকিয়ে থাকার আর উপায় ছিলো না, যুদ্ধ করারও সামর্থেও ছিলো ব্যাপক দুর্বলতা। একাত্তরের এই দিনে টাঙ্গাইল ছাড়াও ময়মনসিংহ, জামালপুর, চন্ডীপুর, কুষ্টিয়া, ফুলছড়িয়া, গাইবান্ধা ও বাহাদুরবাদ ঘাটসহ পাক হানাদার মুক্ত হয় বাংলাদেশের বারটি গুরুত্বপূর্ণ এলাকা।
১৯৭১ সালে আজকের এই দিনে টাঙ্গাইলে সকল বাহিনী ও জনগণের প্রচেষ্টায় ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন সংঘটনসহ স্থানীয়ভাবে পাক হানাদারমুক্ত দিনটি পালিত হচ্ছে।
নিজস্ব প্রতিবেদকঃ আজ ১১ ই ডিসেম্বর। এই দিনে মুক্তিকামী বাঙালীর তখনও অজানা ছিলো বিজয়ের দরগরায় দাঁড়িয়ে। কিন্তু সকলেই নিশ্চিৎ যে, মুক্তিবাহিনীর যৌথ চেষ্টায় তখনও ভূলুন্ঠিত পাক হানাদারের দল।
পাক হানাদারদের আর লুকিয়ে থাকার আর উপায় ছিলো না, যুদ্ধ করারও সামর্থেও ছিলো ব্যাপক দুর্বলতা। একাত্তরের এই দিনে টাঙ্গাইল ছাড়াও ময়মনসিংহ, জামালপুর, চন্ডীপুর, কুষ্টিয়া, ফুলছড়িয়া, গাইবান্ধা ও বাহাদুরবাদ ঘাটসহ পাক হানাদার মুক্ত হয় বাংলাদেশের বারটি গুরুত্বপূর্ণ এলাকা।
১৯৭১ সালে আজকের এই দিনে টাঙ্গাইলে সকল বাহিনী ও জনগণের প্রচেষ্টায় ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে টাঙ্গাইলের বিভিন্ন সংঘটনসহ স্থানীয়ভাবে পাক হানাদারমুক্ত দিনটি পালিত হচ্ছে।
প্রতিবেদক-
(সৈয়দ রফিকুল ইসলাম রুবেল)