-টাঙ্গাইল জেলা প্রতিনিধি//
ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর টাঙ্গাইল জেলার সদরে শহরের প্রবেশদ্বার খ্যাত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা- বাইপাস (টাঙ্গাইল-বাইপাস) দিয়ে শহরে প্রবেশ করার অন্যতম ব্যস্ত সড়ক। প্রতি চব্বিশ ঘন্টায় প্রতি মূহুর্তে চলাচল করছে বাস, ট্রাক, মিনি-বাস, রোগীবাহী-এ্যাম্বুলেন্স, লেগুনা, নছিমন, অটোরিক্সা, রিক্সা, ভ্যান, বাইসাইকেল, মোটরসাইকেল যোগে নিত্য প্রয়োজনীয় মালামালসহ হাজারো মানুষের চলাচলের অন্যতম ব্যস্ত সড়ক।
এ সড়ক দিয়ে টাঙ্গাইল শহরে প্রবেশ করছে ছাত্র/ছাত্রী, শিক্ষক, চিকিৎসক, জজ, মেজিস্ট্রেট, আইনজীবী, মুমূর্ষু-রোগী ও শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ এবং সচেতন নাগরিক। এই সড়কের পাশ্বেই “প্রতিনিয়তই ফেলা হচ্ছে টাঙ্গাইল পৌরসভার যাবতীয় ময়লা-আবর্জনাসহ বিভিন্ন বর্জ্য”। এর পাশেই রয়েছে স্থানীয়দের বাড়ী ও বাসা যেখানে বসবাস করে নানা বয়সের মানুষ। ময়লা আবর্জনার দূর্গন্ধে বাতাস দূষিত হয়ে চারদিকে ছড়িয়ে পরছে।
এর ফলে নানা ধরণের রোগ-জীবাণু বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ফলে পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে হুমকির মধ্যে রয়েছে। এই এলাকা বানিজ্যিক হওয়ায় মানুষের ব্যবসা পরিচালনা ব্যাপকভাবে ব্যাঘাত ঘটছে। এছাড়াও জন মনে ব্যাপক অস্বস্তি দেখা দিয়েছে।
দূর্গন্ধের মাত্রা এতই মারাত্নক থাকে যে সড়কে যাতায়াতকারী সকল মানুষের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেয়া যায় না বললেই চলে। কেউ মুখে হাত দিয়ে, টিস্যু দিয়ে, রুমাল দিয়ে নিশ্বাস বন্ধ রেখে চলাচল করতে হয়। উক্ত স্থান দ্রুত ত্যাগ করার জন্য বিভিন্ন যান বাহনের গতিও অস্বাভবিকভাবে বাড়াতে চালকদের দেখা যায়। এর ফলে ঘটছে নানা রকমের দূর্গঘটনা হুমকির মুখে পড়ছে মানব জীবন।
নিজস্ব প্রতিবেদক-
(সৈয়দ রফিকুল ইসলাম রুবেল)