বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, শুধুমাত্র আগামী নির্বাচন নয়, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। গত সাড়ে ১৫ বছরে হত্যাকাণ্ড, খুন, গুম ও নির্যাতনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে।
রবিবার (২০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান আরও বলেন, "স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশের ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। শেখ হাসিনার প্রভু প্রতিবেশী রাষ্ট্র জামায়াতে ইসলামের নেতা মতিউর রহমান নিজামীকে টার্গেট করেছিল। কারণ তারা জানে, দেশের সীমানা রক্ষার জন্য জামায়াতে ইসলামীর কর্মীরাই প্রথমে জীবন দেবে।"
বাসাইল উপজেলা আমির আফজাল হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান। প্রায় ২৬ বছর পর বাসাইল উপজেলায় প্রকাশ্যে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হলো। এতে বিপুল সংখ্যক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।