২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ঢাকার মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য কেন্দ্রীয় সদস্যরা। বৈঠকে ২০২৫-২৬ সেশনের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমীরদের নাম ঘোষণা করা হয়। তার ধারাবাহিকতায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার জন্য আহসান হাবীব মাসুদকে পুনরায় জেলা আমীর নির্বাচিত হিসাবে ঘোষনা করা হয়েছে।
এর আগে, ১০ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দে, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানির পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার দ্বি-বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সদস্যরা ২০২৫-২৬ সেশনের টাঙ্গাইল জেলা আমীর নির্বাচনের জন্য ভোট প্রদান করেন।