সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


বিনামূল্যের পাঠ্য বই প্রকল্পে ২৭০ কোটি টাকার দুর্নীতি

মো. ইব্রাহিম

Updated 24-Oct-28 /   |   সম্পাদকীয়   Read : 24

২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্য বই ছাপায় নানা অনিয়মের মাধ্যমে প্রায় ২৭০ কোটি টাকা লোপাটের তথ্য পাওয়া গেছে। অডিট রিপোর্ট অনুযায়ী, কয়েকটি খাতে এই দুর্নীতি হয়েছে। বইয়ের কাগজের মান ও আকারে কারচুপি করে ২৪৫ কোটি টাকার অনিয়ম হয়েছে। কাগজের উজ্জ্বলতা কমানো এবং বইয়ের আকার ছোট করার মাধ্যমে খরচ কমিয়ে বেশির ভাগ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এছাড়া, বই ছাপার দরপত্রে অনিয়ম করে সরকারকে ২৩৫ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৭৮৫ টাকার আর্থিক ক্ষতির মুখে ফেলা হয়েছে। কমদামে যোগ্য প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে ভিন্ন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেয়ার কারণে এই অতিরিক্ত ব্যয় হয়েছে ।

বই প্রকাশের কাজে গঠিত বিভিন্ন কমিটিতে অতিরিক্ত সম্মানী ও ভাতা প্রদানেও ৬৪ লাখ ৭২ হাজার ৩০ টাকার অনিয়ম হয়। প্রাপ্যতা না থাকলেও কর্মকর্তাদের উদ্দীপনা ভাতা, প্রশিক্ষণ-কর্মশালা ভাতা এবং অন্যান্য সুবিধা দেয়া হয়, যার আর্থিক পরিমাণ ২৫ কোটি টাকা। এ ছাড়া সার্ভিস চার্জ এবং প্রদত্ত সম্মানী থেকে আয়কর ও ভ্যাট না কেটে সরকারকে ৫ কোটি ৮৮ লাখ ১৩ হাজার ৬৭৬ টাকা এবং ৮ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ৯৬৩ টাকার আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়। বিভিন্ন খাতে অনুমোদিত সীমার অতিরিক্ত অর্থ প্রদান করে ৭ কোটি ৫৫ লাখ ৮ হাজার ১১২ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে।

এই অনিয়মের ফলে সরকার প্রায় ২৭০ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে।