সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


আগেই নাম এসেছে সানি লিওনি-মিয়া খলিফার, এবার নেহা কক্করের

Admin user

Updated 20-Aug-31 / বিনোদন /   |   Admin   Read : 269

ভারতের পশ্চিমবঙ্গের আশুতোষ কলেজের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের মেধা তালিকায় নাম উঠে আসে অভিনেত্রী সানি লিওনির। আশুতোষ কলেজের ওই অদ্ভুত ত্রুটির খবরে হইচই পড়ে যায়। 

 

সানিলিওনি, মিয়া খলিফা, জনি সিনসের পর এবার নেহা কক্করের নাম উঠে এলো। বলিউডের এই জনপ্রিয় সঙ্গীতশিল্পীর নাম পশ্চিমবঙ্গের অন্য কলেজের মেধা তালিকায় উঠে এসেছে। 
সেই বিভ্রান্তিকর তালিকা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে শোরগোল পড়ে গেছে মালদায়। এরই মধ্যে অভিযোগ জানানো হয়েছে সাইবার ক্রাইম বিভাগে।

আশুতোষ কলেজ, বজবজ কলেজ, বারাসাত সরকারি কলেজের পর মালদার এই কলেজে মেধাতালিকা বিভ্রাটে নাম জড়ায় আঁখ মারে খ্যাত সঙ্গীতশিল্পী নেহা কক্করের। সেই মেধাতালিকা এখন ভাইরাল।


জানা গেছে, মালদার মানিকচক কলেজে বিএ পাস কোর্স, এডুকেশন ও ইংরেজি অনার্সের মেধা তালিকায় সবার উপরে রয়েছে নেহা কক্করের নাম। 
বিষয়টি নজরে আসার পর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নেহার নাম মেধাতালিকা থেকে সরিয়ে নেওয়া হবে বলেও জানানো হয়।

এদিকে আশুতোষ কলেজের 'সানি' বিতর্ক মেটার আগেই দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজের ইংরেজি অনার্সের মেধা তালিকায় সানির নাম প্রকাশ হয়। তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় হাসাহাসি। পরে বারাসাত সরকারি কলেজের ইংরেজি অনার্সের প্রভিশনাল মেরিট লিস্টেও সানি লিওনির নাম উঠে আসে। পরপর এমন ঘটনায় সাধারণ ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক সমাজে ছড়িয়ে পড়ে ক্ষোভ।

যদিও এ ব্যাপারে সানি লিুনি মজার ছলে বলেছেন, পরের সেমিস্টারে কলেজে দেখা হবে। আশা করি তোমরা আমারই ক্লাসে!

সূত্র : এই সময়