সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন থানার একাধিক ডাকাতি মামলার সিআর, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কবীর গাজী কালু (৪৭) কে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ই আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে যশোর জেলার মনিরামপুর পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কবীর গাজী কালু পাটকেলঘাটা ওভারব্রীজ সংলগ্ন পূর্ব পাশের বস্তি এলাকায় বাসিন্দা গাজী সাইদুর ইসলামের ছেলে।।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনা মোতাবেক পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেনের নেতৃত্বে এসআই কৃষ্ণ পদ সমাদ্দার, এএসআই আবু তালেব ও এএসআই মাহাবুব হাসানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডাকাতি মামলার জিআর০২/১৩(সাতক্ষীরা),
জিআর-১৬৯/১২ (ঝিনাদহ), ও এসসি (সিআর)-৪৭৯/১৫ (যশোর) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কবীর গাজী কালুকে ওই পেট্রোল পাম্পের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী কালুকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।