সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


পাইকগাছায় মৌচাক সাহিত্য সংসদের কার্য নির্বাহী কমিটি গঠিত।

Admin user

Updated 20-Sep-01 / খুলনা /   |   Admin   Read : 197

 

 আলাউদ্দীন রাজা, পাইকগাছা, খুলনা প্রতিনিধি।। 

পাইকগাছায় মৌচাক সাহিত্য সংসদের কার্য নির্বাহী কমিটি আজ সোমবার গঠন করা হয়েছে। মৌচাক সাহিত্য সংসদের অস্থায়ী কার্যালয়ে সংসদের প্রতিষ্ঠাতা  পঞ্চানন মল্লিকের সভাপতিত্বে এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদি এ কমিটি গঠিত হয়।

কমিটির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, সহ-সভাপতি মোড়ল কওসার আলী, সহ-সভাপতি কপিল মাহামুদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজ, সহ-সম্পাদক পঞ্চানন সরকার,মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক আলাউদ্দীন রাজা, মহিলা বিষয়ক সম্পাদক ফারিয়া সুলতানা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেবক বিশ্বাস,প্রচার সম্পাদক,আব্দুল বারীক,সহ প্রচার সম্পাদক ,নুরুজ্জামান টিটো,

সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস,কোষাধ্যক্ষ অসীম রায়,কার্যকরী সদস্য আকতার হোসেন গাজী, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, আমিনুর রহমান সিরাজী কমিটি গঠনের পুর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাষ্টার খলিলুর রহমান, সাংবাদিক আলাউদ্দীন রাজা, আশরাফুল আলম সবুজ, আঃ বারিক, পঞ্চানন সরকার,সুশান্ত বিশ্বাস, প্রমুখ।