সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


কলারোয়ায় গাঁজাসহ মনি আটক

Admin user

Updated 20-Aug-29 / খুলনা /   |   Admin   Read : 197

ফিরোজ জোয়ার্দ্দার÷সাতক্ষীরা প্রতিনিধিঃ 

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২৫ গাঁজাসহ মনিরুল ইসলাম মনি (২৫) আটক করা হয়েছে।


বৃহস্পতিবার (২৭ই আগস্ট) বেলা দেড়টার দিকে পৌর সদরের যুগিবাড়ী তেল পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মনি গোপীনাথপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।