সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২৫ গাঁজাসহ মনিরুল ইসলাম মনি (২৫) আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ই আগস্ট) বেলা দেড়টার দিকে পৌর সদরের যুগিবাড়ী তেল পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মনি গোপীনাথপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।