সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই ভ্যান উদ্ধারসহ জিআর মামলার পলাতক আসামী মাসুম (২৮) কে গ্রেপ্তার করেছেন।
সে উপজেলার কুলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। রোববার (৩০ই আগস্ট) সকালে দেবহাটা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনা মোতাবেক দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে
এসআই আবু হানিফ, এএসআই মোজাম্মেল হক সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার জিআর ৭৬৩/১৮ মামলার আসামী মাসুমকে দেবহাটা বাজার থেকে ১টি চোরাই ভ্যানসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাসুমকে রোববার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।