সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


সাতক্ষীরায় বন্যা কবলিত মানুষের জন্য জেলা যুবলীগের খাদ্য বিতরণ।

Admin user

Updated 20-Aug-30 / খুলনা /   |   Admin   Read : 185

ফিরোজ জোয়ার্দ্দার÷ সাতক্ষীরা প্রতিনিধিঃ 

 

কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং বিল্পবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা যুবলীগের নিজস্ব অর্থায়নে জেলার অন্তর্গত শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বন্যা কবলিত উপকূলীয় এলাকার বেঁড়িবাধ ভাঙ্গন পূননির্মাণে সেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে খাদ্য (খিচুড়ি) বিতরণ করা হয়েছে। 


শনিবার (২৯ই অগাস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু'র আয়োজনে বন্যা কবলিত এলাকায় সাতটি স্থানে পর্যায়ক্রমে দুই হাজার পানি বন্দি সাধারন মানুষের মাঝে রান্না করা খাবার খিচুড়ি বিতরন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগ বাংলাদেশ ছাত্রলীগ সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য জিএম ওয়াহিদ পারভেজ, যুবনেতা শেখ আব্দুল হালিম, মিলন রায়, আব্দুল্যাহ আল মামুন, তানভীর কবীর রবিন, ছাত্রনেতা মোফাজ্জেল হোসেন সুজন, আশিক রেজা অপুসহ জেলা যুবলীগ নেতৃত্ববৃন্দ প্রমুখ।

এদিকে জেলা যুবলীগের এই মহতী উদ্যোগকে স্বাগত ও কৃতজ্ঞতা জানিয়েছেন কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুমের নেতৃত্বে যুবলীগ নেতৃবৃন্দ।