সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৮  পৌষ  ১৪৩১


সাতক্ষীরার আশাশুনিতে বানভাসী পরিবারের মাঝে জেলা পুলিশের ত্রান বিতরণ

NiralaTv

Updated 20-Sep-03 / খুলনা /   |   Admin   Read : 212

ফিরোজ জোয়ার্দ্দার÷সাতক্ষীরা প্রতিনিধিঃ 

বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশন ও  সাতক্ষীরা 
জেলা পুলিশের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 


বুধবার (২রা সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দিকে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের লস্কারী খাজরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন।


ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মহিদুল ইসলাম, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবীরসহও স্থানীয় জনপ্রতিনিধিগণ।