সোমবার   ডিসেম্বর ২৩ ২০২৪   ৯  পৌষ  ১৪৩১


পাইকগাছায় বিয়ের আগে কন্যা সন্তানের মা হলেন জ্যোতি! এলাকায় তোলপাড়।

Admin user

Updated 20-Aug-30 / খুলনা /   |   Admin   Read : 285


আলাউদ্দীন রাজা, পাইকগাছা খুলনা প্রতিনিধি।।

পাইকগাছায় বিয়ের আগে কন্যা সন্তানের মা হলেন জ্যোতি (১৬) ।আজ দুপুরে জ্যোতি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে কন্যা সন্তান প্রসব করে মা হলেন।

জ্যোতির পিতার বাড়ি  উপজেলার খড়িয়া(গড়বাড়িয়াচক) গ্ৰামে ।জ্যোতি জানাই , উপজেলার খড়িয়া (লেবুবুনিয়াচক) গ্ৰামের দীপক মন্ডলের ছেলে শুভ মন্ডল ২ বছর পূর্বে   একই গ্ৰামের গড়বাড়িয়া চরের কিনারাম ঢালীর কন্যা জ্যোতি রানীর সহিত প্রেম হয় । জ্যোতির পিতা মাতা হতদরিদ্র হওয়ায় ও ফাঁকা বাড়ি থাকায় শুভ বিবাহর কথা বলে বিভিন্ন সময় দৈহিক সম্পর্ক হয় ।

এক পর্যায়ে জ্যোতি গর্ভবতী হলে শুভ গা ঢাকা দেয় ।আজ শনিবার দুপুরে জ্যোতির প্রসব বেদনা উঠলে প্রতিবেশী সাহেব মন্ডল  জ্যোতিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । দুপুর ২ টার দিকে জ্যোতি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করে । জ্যোতি উক্ত ঘটনা কাঁদতে কাঁদতে এ প্রতিনিধির সাথে বলেন। এখবর প্রেমিক জানতে পেরে বাড়ি থেকে পালিয়েছে । সে কারনে শুভ কোন মন্তব্য পাওয়া যায়নি। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

গুঞ্জন চলছে জ্যোতির কন্যা সন্তান টি বিক্রি করা ।